মালদা :- সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধের, আহত হয়েছেন আরও চারজন। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। মর্মান্তিক পথ দুর্ঘটনটি ঘটেছে, মালদা জেলার রতুয়া থানার টেটিয়া ব্রিজ এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধের নাম উজির হোসেন, বয়স (৬০) বছর। আহত হয়েছেন, মহম্মদ শালিম বয়স (২১) বছর, আসফাক আহমেদ (১৯) বছর, হুমায়ুন শেখ বয়স (১৮) বছর। তাদের বাড়ি মালদা জেলার রতুয়া থানার কারবনা এলাকায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, একটি টোটোতে করে বাড়ি থেকে ডাক্তার দেখাতে আসছিলেন রতুয়া হাসপাতালে। সেই সময় টেটিয়া ব্রিজ এলাকায় একটি বালি বোঝাই ট্রাক ধাক্কা মারে টোটো টিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় এক বৃদ্ধের, আহত হয়েছেন চারজন।
তাদের চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আশঙ্কা জনক অবস্থায় প্রত্যেককেই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
No comments:
Post a Comment