Breaking

Thursday, September 7, 2023

সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী দিদির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেতা ভাই !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী দিদির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেতা ভাই। চরমে পরিবারের কাজিয়া।ঠাকুরদারকে সম্পত্তির জন্য মারধর করে মাথা ফাটিয়ে দোষ চাপতেই মিথ্যা অভিযোগ করেছেন দিদি। স্থানীয় এক জমি মাফিয়ার ইন্ধনেই করছেন সবটা। আর কি বললেন ভাই? কেনো এই বিস্ফোরক অভিযোগ? পাল্টা কি বললেন দিদি?তৃণমূল নেতা ভাই এবং তৃণমূল নেত্রী দিদির বিবাদ এই মুহূর্তে চরমে। ভাইয়ের শাস্তির দাবিতে এবার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ দিদি। 

পাল্টা সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ ভাইয়ের। হাসপাতালে শয্যাসায়ী বাড়ির গৃহকর্তা। প্রসঙ্গত, মালদার চাঁচল ১ নম্বর ব্লকের চাঁচল সদর এলাকায় দক্ষিণপাড়ার প্রভাবশালী পান্ডে পরিবারের দিদি ভাইয়ের বিবাদ খবরের শিরোনামে উঠে আসে। চাঁচল ১ নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি তথা চাঁচল গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিতেশ পান্ডে এবং তার দাদা বিশিষ্ট ব্যবসায়ী অভিষেক পাণ্ডের বিরুদ্ধে তাদেরই কাকুর মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা চাঁদনী উপাধ্যায় পান্ডে কে পেটে লাথি মারার অভিযোগ উঠে। 

চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চাঁদনী দেবী। পাল্টা অমিতেশ পান্ডে অভিযোগ করেন গৃহকর্তা তথা তাদের ঠাকুরদাদা বিধভূষণ পান্ডে কে চাঁদনী পান্ডে এবং তার মা মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। মাথায় ৯ টি সেলাই রয়েছে।পরে আবার শ্বাস রোধ করে মারার চেষ্টা করেছে।

No comments:

Post a Comment

Adbox