Breaking

Thursday, September 7, 2023

জন্মাষ্টমীর দিন খুঁটি পূজার মাধ্যমে দেবীর আগমনী যাত্রার সূচনা করল মালদা সুকান্ত স্মৃতি সংঘ

নিজস্ব প্রতিনিধি, মালদা :- জন্মাষ্টমীর দিন খুঁটি পূজার মাধ্যমে দেবীর আগমনী যাত্রার সূচনা করল মালদা সুকান্ত স্মৃতি সংঘ। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় সুকান্ত স্মৃতি সংঘ প্রাঙ্গনে ঢাক কাসর বাজিয়ে খুঁটি পূজার আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। 

উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর দুলাল সরকার, সম্পাদক সহ অন্যান্য ক্লাব সদস্যরা। অনুষ্ঠানে এনজিও সংস্থার পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষর হাতে। এই বিষয়ে ক্লাব সভাপতি দুলাল সরকার জানান, ৪৫ বছরে পা দিয়েছে ক্লাবের পুজো। এবছরের থিম উৎসর্গ। 

বাংলা সংস্কৃতি জগৎতের লাল মাটি দেশের বিভিন্ন কীর্তি শিল্পীদের শিল্প কলাকে তুলে ধরা হবে পূজা মন্ডপে। দর্শনার্থীদের নজর কাটতে বিভিন্ন কীর্তি শিল্পীদের শিল্পকলা বিষয়গুলো তুলে ধরা হবে মন্ডপে।খুঁটি পূজার মাধ্যমে মন্ডপ তৈরীর প্রস্তুতি শুরু হয় বৃহস্পতিবার।

No comments:

Post a Comment

Adbox