এই নিয়ে বাচামারি জিকে হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃত কুমার ঘোষ জানান, আমাদের স্কুলেও প্রতি বছর সবুজ সাথী প্রকল্পের সাইকেল আসে৷ আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে সেই সাইকেল বিলি করে দি৷ কিন্তু সমস্যা হল, প্রতি বছরই কিছু ছেলে মেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়৷ তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যায়৷ এই ড্রপ আউটদের সাইকেল প্রতি বছর জমা হতে থাকে৷ এভাবেই বর্তমানে স্কুলে ৭০-৮০ টি সবুজ সাথীর সাইকেল জমা হয়েছে৷
আমরা সাইকেলগুলি ফিরিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি৷ আমাদের যেন কম সাইকেল দেওয়া হয়, সেই আবেদনো করেছি৷ কিন্তু সেখান থেকে বলা হচ্ছে, কিছু করা যাবে না৷ সাইকেল কম যেমন দেওয়া যাবে না, ফিরিয়েও নেওয়া যাবে না৷ কারণ, এখন শিক্ষা দফতর সরকারি পোর্টাল থেকেই স্কুলে যাবতীয় তথ্য সংগ্রহ করে৷ তাই সরকারি প্রকল্পের সাইকেল পড়ে থেকে থেকে নষ্ট হলেও আমাদের কিছু করার নেই৷ আমরা এই সাইকেল ফেরত পাঠাতে তৈরি আছি৷ এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


No comments:
Post a Comment