Breaking

Thursday, September 7, 2023

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর সাইকেল স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী। কিন্তু স্কুলে পড়ে থেকে নষ্ট হচ্ছে সবুজ সাথীর সাইকেল৷ স্কুলের বারান্দায় পড়ে থেকে থেকে মরচে ধরতে শুরু করেছে সাইকেল। এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। এই ছবি পুরাতন মালদার বাচামারি জিকে হাই স্কুলের। গোটা বিষয়টি জেনে খোঁজ খবর নেওয়ার আশ্বাস দিয়েছেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি‌। 

এই নিয়ে বাচামারি জিকে হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃত কুমার ঘোষ জানান, আমাদের স্কুলেও প্রতি বছর সবুজ সাথী প্রকল্পের সাইকেল আসে৷ আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে সেই সাইকেল বিলি করে দি৷ কিন্তু সমস্যা হল, প্রতি বছরই কিছু ছেলে মেয়ে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়৷ তারা বিভিন্ন জায়গায় কাজে চলে যায়৷ এই ড্রপ আউটদের সাইকেল প্রতি বছর জমা হতে থাকে৷ এভাবেই বর্তমানে স্কুলে ৭০-৮০ টি সবুজ সাথীর সাইকেল জমা হয়েছে৷ 

আমরা সাইকেলগুলি ফিরিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেকবার জানিয়েছি৷ আমাদের যেন কম সাইকেল দেওয়া হয়, সেই আবেদনো করেছি৷ কিন্তু সেখান থেকে বলা হচ্ছে, কিছু করা যাবে না৷ সাইকেল কম যেমন দেওয়া যাবে না, ফিরিয়েও নেওয়া যাবে না৷ কারণ, এখন শিক্ষা দফতর সরকারি পোর্টাল থেকেই স্কুলে যাবতীয় তথ্য সংগ্রহ করে৷ তাই সরকারি প্রকল্পের সাইকেল পড়ে থেকে থেকে নষ্ট হলেও আমাদের কিছু করার নেই৷ আমরা এই সাইকেল ফেরত পাঠাতে তৈরি আছি৷ এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


No comments:

Post a Comment

Adbox