Breaking

Saturday, September 9, 2023

মালদা শহরের বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মালদা শহরের বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। শনিবার সকালে ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের গয়েশপুর এলাকায় বিভূতিভূষণ প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। 

সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে রাজ্যের ৩৫ টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা। এদিন দুয়ারে সরকার শিবিরে আবেদন কারীদের ফরম ফিলাপ করে দেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দুলাল সরকার। 

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নিতে পারেন তার জন্য সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তিনি নিজেও বয়স্ক মহিলাদের ফরম ফিলাপ করে দেন।

No comments:

Post a Comment

Adbox