নিজস্ব প্রতিনিধি, মালদা :- মালদা শহরের কানিমোড় এলাকায় পৌর আবাসনে আগুনের ঘটনা নিয়ে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে পৌরসভার কনফারেন্স হলে শনিবার দুপুরে জরুরি বৈঠক আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা সহ- সভাপতি বাবলা সরকার , মালদা ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর ও আধিকারিকরা সহ আবাসনের মালিকরা।
এবিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, মিউনিসিপ্যাল আবাসনে জলের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে দমকলকে খুব হিমশিম খেতে হয়েছে।
আগামীকাল ওই ২৩ নম্বর ওয়ার্ডের কানি মোড়ে মিউনিসিপাল আবাসন এলাকায় পরিদর্শনে যাবেন তিনি। সেখানে গিয়ে অগ্নি নির্বাহী থেকে রক্ষা পেতে যা যা করণীয় করবেন। এই আশ্বাস দেন আবাসন মালিকদের।
No comments:
Post a Comment