Breaking

Thursday, August 3, 2023

মোবাইল চোর সন্দেহ এক নাবালককে ধরে গণপিটুনি দিল স্থানীয়রা !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মোবাইল চোর সন্দেহ এক নাবালককে ধরে গণপিটুনি দিল স্থানীয়রা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে পুরাতন মালদার গোয়ালটুলি পুরোবাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট বাজারে বাজার করতে এসেছিলেন এক ব্যক্তি এবং বাজার করার সময় জামার উপরের পকেট থেকে এক নাবালক হাত সাফাই করে মোবাইল চুরি করে নিয়ে পালানোর সময় ওই ব্যক্তি বুঝতে পেরে নাবালককে ধাওয়া করে মোবাইল সমেত ধরে ফেলে ওই চোরকে। এর পরেই কিছু লোক উত্তেজিত হয়ে মারধর শুরু করে। 

পরবর্তীতে কিছু বুদ্ধি সম্পন্ন ব্যক্তির তৎপরতায় বেশি মারধর করতে দেওয়া হয়নি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং উত্তেজিত জনতার হাত থেকে মোবাইল চোরকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মোবাইল চোরের নাম রাকেশ কুমার (১৭), বাড়ি ঝাড়খণ্ডের তিন পাহাড়ের এলাকার শিবা পাহাড় গ্রামে। 

জানা গেছে, এরা চুরির উদ্দেশ্যেই ভিন রাজ্য থেকে এসে জনবহুল এলাকায় হাত সাফাইয়ের মাধ্যমে চুরি করে। বর্তমানে ধৃত ওই চোর মালদা থানার পুলিশের হেফাজতে রয়েছে। 


No comments:

Post a Comment

Adbox