Saturday, July 29, 2023

বাড়ির পাশে রাস্তা দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে আহত একই পরিবারের তিনজন !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- বাড়ির পাশে রাস্তা দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে আহত একই পরিবারের তিনজন। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার বৈষ্ণবনগর থানার ১৬ মাইলের জালালদি টোলা এলাকায়। আক্রান্তরা হলেন, দিলচাঁদ মন্ডল বয়স (৩৭), তার স্ত্রী সন্ধ্যা মন্ডল বয়স (৩০) বছর ও ভাইপো জয়দেব মন্ডল বয়স (১৭) বছর। অভিযুক্তরা হল,  বিষ্ণু মন্ডল, সন্তোষ মন্ডল সহ বেশ কয়েকজন। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দিল চাঁদ মণ্ডলের বাড়ির পাশেই রয়েছে প্রতিবেশী সন্তোষ মন্ডলের বাড়ি। দিল চাঁদ মন্ডল এর অভিযোগ সন্তোষ মন্ডল তার বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরি করছে। এরই প্রতিবাদ করতে গেলেই গতকাল রাতে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রসহ বাস লাঠি দিয়ে মারধর করে। দিল চাঁদ মন্ডল কে বেধড়ক মারধোর করে সন্তোষ মন্ডল ও তার পরিবারের সদস্যরা। বাধা দিতে যায় তার স্ত্রী ও ভাইপো, তাদেরকেও মারধর করা হয়। 

আহতদেরকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখান থেকে দিল চাঁদ মন্ডল ও তার স্ত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দুজন। এই বিষয়ে বৈষ্ণব নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে বৈষ্ণব নগর থানার পুলিশ। 


No comments:

Post a Comment

Adbox