Saturday, July 29, 2023

মণিপুর কাণ্ডের প্রতিবাদে উলুবেড়িয়ায় তৃণমূলের ধিক্কার মিছিল, উপস্থিত রাজ্যের মন্ত্রী পুলক রায়

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া :- মণিপুরের লজ্জাজনক ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন সংগঠিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারে মনিপুরের সেই পাশবিক ও নিন্দনীয় ঘটনায় বিজেপি তথা কেন্দ্র সরকারের ব্যর্থতা ও নীরবতার প্রতিবাদের আন্দোলনে নামল হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেস। 

২৮ শে জুলাই, শুক্রবার, বিকালে, মণিপুরে গনতন্ত্র হত্যাকারী কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করে হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেস কর্মী ও সমর্থকরা। এদিন উলুবেড়িয়া রেল স্টেশন থেকে এসডিও অফিস পর্যন্ত এই ধিক্কার মিছিলটি চলে। 

এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান সেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর। 

উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থী অজয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন চক্রবর্তী সহ অন্যান্যরা। 

এদিন এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং মোদী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সোচ্চার হন উপস্থিত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বরা।

No comments:

Post a Comment

Adbox