Breaking

Tuesday, July 25, 2023

মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ! ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে পুরাতন মালদার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া ঘাটে। যদিও নিখোঁজ ওই যুবকের দেহ উদ্ধারের কাজে নেমেছে মালদা থানার পুলিশসহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন মালদা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার বাসিন্দা অরুন মন্ডল (৪০) , পেশায় ভ্যানচালক ছিলেন তিনি। প্রতিদিনের ন্যায় আজকেও স্নান করতে আসে মহানন্দা নদীর স্কুল পাড়া ঘাটে, কিন্তু স্নান করতে নেমে ডুব দিয়ে আর উঠতে পারেনি। কারণ বর্তমানে মহানন্দা নদীতে বন্যার বাড়তি প্রচুর জল রয়েছে। ডুব দিয়ে না ওঠা দৃশ্যটি অন্যান্য লোকজনের চোখে পড়ে এবং খবর দেওয়া হয় তলিয়ে যাওয়া যুবকের বাড়িতে। 

বাড়ির লোকজন এসে প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করলেও কোন হদিস পাওয়া যায়নি ওই যুবকের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কাত্তিক ঘোষ, মালদা থানার পুলিশ সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মীরা এবং স্পিড বোর্ড দিয়ে মহানানন্দ নদীতে জোড় তল্লাশি শুরু করে যদিও খবর লেখা পর্যন্ত নিখোঁজ দেহ উদ্ধার হয়নি। 

নিখোঁজ যুবকের পরিবারের দাবি, প্রতিদিনের মতো আজকেও স্নান করতে এসেছিল কিন্তু কিভাবে ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছে না। তবে সম্ভবত নেশার কারণেও এই ঘটনা ঘটতে পারে। অন্যদিকে নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। কারণ এলাকায় ওই যুবকের একটা সুনাম ছিল কিন্তু কেন এমন ঘটনা ঘটলো বুঝে উঠতে পারা যাচ্ছে না। তবে প্রশাসনিক তৎপরতার সাথে দেহ উদ্ধারের কাজ চলছে, যত শীঘ্রই হোক যুবকের দেহ উদ্ধার করে যুবকের পরিবার হাতে তুলে দেওয়া হবে। 


No comments:

Post a Comment

Adbox