কিন্তু ওই দুই মহিলাকে ১৭ ই জুলাই নালাগোলা ভারি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত করে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় ওই দুই নির্যাতিতা মহিলার বিরুদ্ধে। আর এই বিষয়টি প্রকাশে আসতেই জেলা জুড়ে শুরু হয় আন্দোলন। ২৩ শে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেন উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা মালদা জেলা আদালতের আইনজীবী উজ্জ্বল দত্ত।
সেই অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করে জাতীয় মানবাধিকার কমিশন। দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মালদা জেলা পুলিশ সুপারকে। পুলিশ সুপারের পাশাপাশি মুখ্য সচিব ও ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন।


No comments:
Post a Comment