প্রশাসনের দাবি, মূল্যবৃদ্ধি রুখতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা নিয়ম করে বাজারগুলিতে নজরদারি চালাবেন। এমন অবস্থায় স্বজি, ফল ব্যবসায়ীদের অতিরিক্ত সবজি আমদানিকারক, এবং দাম নিয়ে কালোবাজারি বন্ধের নির্দেশ দেন উজ্জ্বল সাহা। সব্জির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসায় খুশি retail Traders ও জেলাবাসী। অতিরিক্ত সবজি আমদানিকারক, এবং দাম নিয়ে কালোবাজারি বন্ধের নির্দেশ দেন উজ্জ্বল সাহা।
উজ্জল সাহা সকল পাইকারী ও খুচরা বিক্রেতা ব্যবসায়ীকে আমদানিকারক/ক্রয়কৃত মূল্য প্রমাণ করার জন্য টকফোর্স সদস্যদের দেখানোর জন্য তাদের ক্রয় বিল ইস্যু করার অনুরোধ জানান। স্বজির মূল্যবৃদ্ধি নিয়ে নড়েচড়ে বসায় খুশি ব্যবসায়ী ও জেলাবাসী।


No comments:
Post a Comment