Breaking

Thursday, July 6, 2023

ভোটের মুখে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম ! বাজারে গিয়ে হাত পুড়ছে সাধারণ মানুষের !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- ভোটের মুখে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। বাজারে গিয়ে হাত পুড়ছে সাধারণ মানুষের। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে নড়েচড়ে বসলো মালদহ জেলা প্রশাসন। মালদহের ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজারে সবজি, ফল ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন মালদহের অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা , প্রাণীর বিকাশ দপ্তরের ডিরেক্টর ডক্টর উৎপল কুমার কর্মকার, এছাড়াও উপস্থিত ছিলেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা। 

প্রশাসনের দাবি, মূল্যবৃদ্ধি রুখতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা নিয়ম করে বাজারগুলিতে নজরদারি চালাবেন। এমন অবস্থায় স্বজি, ফল ব্যবসায়ীদের অতিরিক্ত সবজি আমদানিকারক, এবং দাম নিয়ে কালোবাজারি বন্ধের নির্দেশ দেন উজ্জ্বল সাহা। সব্জির মূল্যবৃদ্ধি নিয়ে প্রশাসন নড়েচড়ে বসায় খুশি retail Traders ও জেলাবাসী। অতিরিক্ত সবজি আমদানিকারক, এবং দাম নিয়ে কালোবাজারি বন্ধের নির্দেশ দেন উজ্জ্বল সাহা। 

উজ্জল সাহা সকল পাইকারী ও খুচরা বিক্রেতা ব্যবসায়ীকে আমদানিকারক/ক্রয়কৃত মূল্য প্রমাণ করার জন্য টকফোর্স সদস্যদের দেখানোর জন্য তাদের ক্রয় বিল ইস্যু করার অনুরোধ জানান। স্বজির মূল্যবৃদ্ধি নিয়ে নড়েচড়ে বসায় খুশি ব্যবসায়ী ও জেলাবাসী। 


No comments:

Post a Comment

Adbox