Breaking

Wednesday, July 12, 2023

মালদায় জয় জয় কার তৃণমূলের !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- জয় জয় কার তৃণমূলের। সারারাত ধরে গণনা, গণনা কেন্দ্রে। মালদা জেলা পরিষদের প্রায় ৩২ টি আসন জয় তৃণমূল কংগ্রেসের। 

ইংরেজবাজার ব্লকের তিনটি জেলা পরিষদ আসনও দখল করেছে তৃণমূল। বুধবার সকালে জেলা পরিষদের জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী। 

জেলা পরিষদের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করে জনসমর্থন পেয়েছেন তারা। আগামী দিনে মানুষের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। 

No comments:

Post a Comment

Adbox