নিজস্ব প্রতিনিধি ,মালদা :- কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। জামাইষষ্ঠী অন্যতম উৎসব বাঙালির। অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও সকাল থেকে মহিলারা মেতে উঠেছেন অরণ্য ষষ্ঠী তথা জামাইষষ্ঠী উপলক্ষে পূজার্চনায়। মালদা শহরের মালঞ্চ পল্লী, কালিতলা, ষষ্ঠী তলা সহ বিভিন্ন এলাকায় অরণ্য তথা জামাইষষ্ঠীতে মেতে ওঠেন সকলে।
জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ। জামাইদের ভালো-মন্দ খাওয়ানোর জন্য দুদিন ধরে বাজার করতে ব্যস্ত থাকেন শ্বশুর-শাশুড়িরা। মধ্যবিত্ত বাঙালির পকেটে টান থাকলেও উপায় নেই। ইলিশ, খাসির মাংস সহ অন্যান্য খাদ্য সামগ্রী রান্না করে বছরের একটা দিন জামাই সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়েন শাশুড়িরা।
বৃহস্পতিবার সকাল থেকে পাকুড় গাছ, বটগাছ তলায় সমবেত হয়ে মহিলারা ষষ্ঠী পূজা দিতে ব্যস্ত হন। ষষ্ঠী তলায় পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন তারা। রীতি অনুযায়ী বাঁশের তৈরি পাখা, ঝুড়ি এবং বিভিন্ন ফল দিয়ে পূজার্চনা করেন মহিলারা। এরপর শুরু হয় রকমারি রান্নার পালা। জামাই কে খুশি করতে বিভিন্ন পদ রান্না করেন শ্বাশুড়িরা।


No comments:
Post a Comment