Breaking

Monday, May 22, 2023

জমি মাফিয়াদের দাপটে নয়নজুলি ভরাট !

নিজস্ব প্রতিনিধি :- জমি মাফিয়াদের দাপটে নয়নজুলি ভরাট। আর সেই মাটি ফেলে দুর্ঘটনা। মালদার যদুপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে অবাধে চলছে জলাশয় ভরাট। বাইরে থেকে মাটি এনে ফেলা হচ্ছে। রাস্তার ওপরে পাশেও জমে রয়েছে সেই মাটি। 

হঠাৎ আসা বৃষ্টিতে সেই মাটি ভিজে কাদার পাশাপাশি পেছল হয়ে গেছে। চোখের পলকে কাদায় পিছলে বা চাকা আটকে একের পর এক বাইক দুর্ঘটনা। আহত অন্তত ১২ জন। 

তারমধ্যে দুই শিশু, চার মহিলা এবং ছয় জন পুরুষ। পর পর আটটি বাইক দুর্ঘটনার কবলে পরে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল। চলছে মাটি সরানোর কাজ। 

No comments:

Post a Comment

Adbox