হঠাৎ আসা বৃষ্টিতে সেই মাটি ভিজে কাদার পাশাপাশি পেছল হয়ে গেছে। চোখের পলকে কাদায় পিছলে বা চাকা আটকে একের পর এক বাইক দুর্ঘটনা। আহত অন্তত ১২ জন।
তারমধ্যে দুই শিশু, চার মহিলা এবং ছয় জন পুরুষ। পর পর আটটি বাইক দুর্ঘটনার কবলে পরে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল। চলছে মাটি সরানোর কাজ।


No comments:
Post a Comment