Breaking

Sunday, April 30, 2023

একসাথে কাজ করার সিদ্ধান্ত নিলো ইংরেজ বাজার পৌরসভা ও মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স

নিজস্ব প্রতিনিধি :- ইংরেজ বাজার শহরের বিভিন্ন মার্কেট, ফুটপাত, যানজট সংক্রান্ত সহ আরও বিভিন্ন সমস্যা দুর করতে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিলো ইংরেজ বাজার পৌরসভা ও মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স। শনিবার এই বিষয়ে পৌরসভার সভাকক্ষে এক বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। 

উল্লেখ্য, মালদা শহরের ফুটপাত দখল , যত্রতত্র বাসের যাত্রী তোলা , এই সব বিষয় নিয়ে একমাত্র খবরের পরিপ্রেক্ষিতেই পৌরসভার এই পদক্ষেপ নেওয়া বলে জেলার বহু মানুষের দাবি। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, মালদা শহরে অনেক ব্যবসায়ী ব্যবসা করেন কিন্তু অনেক বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়। আমরাও মানুষ তাদের উপর বুলডোজার চালাতে পারি না। সেই জন্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে এই সমস্যাগুলো সমাধানের পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয়। 

অন্য দিকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, শুক্রবার শহরের সমস্ত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের সাথে আলোচনা হয়। এই আলোচনায় বেশকিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে শহরের যত্রতত্র পার্কিং বন্ধ, ফুটপাত দখল করে ব্যবসা, শহরের বাজারগুলোর ভগ্ন দশা সংস্কার ও শৌচালয় পরিষ্কার, বাজারগুলোকে জঞ্জাল মুক্ত রাখা এবং শহরের জাতীয় সড়কের ধারে ব্যবসা বন্ধ করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এই আলোচনা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment

Adbox