উল্লেখ্য, মালদা শহরের ফুটপাত দখল , যত্রতত্র বাসের যাত্রী তোলা , এই সব বিষয় নিয়ে একমাত্র খবরের পরিপ্রেক্ষিতেই পৌরসভার এই পদক্ষেপ নেওয়া বলে জেলার বহু মানুষের দাবি। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, মালদা শহরে অনেক ব্যবসায়ী ব্যবসা করেন কিন্তু অনেক বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়। আমরাও মানুষ তাদের উপর বুলডোজার চালাতে পারি না। সেই জন্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে এই সমস্যাগুলো সমাধানের পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয়।
অন্য দিকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, শুক্রবার শহরের সমস্ত ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের সাথে আলোচনা হয়। এই আলোচনায় বেশকিছু সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে শহরের যত্রতত্র পার্কিং বন্ধ, ফুটপাত দখল করে ব্যবসা, শহরের বাজারগুলোর ভগ্ন দশা সংস্কার ও শৌচালয় পরিষ্কার, বাজারগুলোকে জঞ্জাল মুক্ত রাখা এবং শহরের জাতীয় সড়কের ধারে ব্যবসা বন্ধ করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এই আলোচনা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে বলে তিনি জানান।


No comments:
Post a Comment