Breaking

Saturday, March 11, 2023

পথশ্রী প্রকল্পের আওতায় ৮২ কোটি টাকা ব্যয়ে জেলা জুড়ে শুরু হচ্ছে রাস্তার কাজ, ঘোষণা করলেন জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, মালদা, আমার কলম :- জেলার বিভিন্ন জায়গায় রাস্তা নিয়ে সমস্যা রয়েছে। বিশেষ করে প্রান্তিক বহু গ্রামে রাস্তার অবস্থা খুব খারাপ। বারবার রাস্তার দাবী জানিয়েছে সেই সব জায়গার মানুষেরা। এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী জেলা প্রশাসন। শুক্রবার জেলাবাসীর জন্য সুখবর শোনালেন জেলাশাসক। পথশ্রী প্রকল্পের আওতায় জেলা-জুড়ে শুরু হচ্ছে রাস্তার কাজ। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প। এবার পথশ্রী প্রকল্পে ৮২ কোটি টাকা অর্থ ব্যায়ে সমগ্র মালদা জেলা জুড়ে শুরু হচ্ছে রাস্তার কাজ। এই ঘোষণা করেছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া।

ইতি-মধ্যেই যে সব রাস্তার কাজ হবে তবে টেন্ডার ধরা হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত আপলোড করা হবে পোর্টালে। জেলার প্রত্যেকটি ব্লকেই হবে রাস্তার কাজ। হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নম্বর ব্লকে বেশ কয়েকটি গ্রামে রাস্তা নিয়ে প্রচুর সমস্যা রয়েছে।মনে করা হচ্ছে সেই রাস্তাগুলির কাজ এবার শুরু হবে। জেলাশাসকের এই ঘোষণায় খুশি হরিশ্চন্দ্রপুরবাসী তথা সমগ্র মালদা জেলবাসী। 

জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, মূলত যে সব জায়গায় রাস্তার অনেক সমস্যা রয়েছে। রাস্তা ভেঙ্গে গেছে বেহাল দশা। সেই সব জায়গায় এই প্রকল্পের অধীনে রাস্তার কাজ হবে।খুব দ্রুত এই কাজ শুরু হবে। আশা করছি এর ফলে সমস্যার অনেকটাই সমাধান সম্ভব হবে।

প্রসঙ্গত বিভিন্ন গ্রামে রাস্তার এমন হাল ঢুকতে পারে না এম্বুলেন্স। মানুষজন হঠাৎ অসুস্থ হলে প্রচন্ড সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। কিন্তু রাস্তার কাজের জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা সেই সব কাজ করতে পারে না। দিনের পর দিন বেহাল দশায় পড়ে থাকে রাস্তা। মনে করা হচ্ছে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হওয়ার পর সেই সমস্যার অনেকটাই সমাধান হবে।

No comments:

Post a Comment

Adbox