নিজস্ব প্রতিনিধি, হাওড়া, আমার কলম :- গত ২৫ শে ফেব্রুয়ারী, একটি চারচাকা গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছিলো এক যুবকের। আর বৃহস্পতিবার, ২ মার্চ, একটি বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় আহত হয় এক বয়স্ক ব্যক্তি। বয়স্ক ব্যক্তিকে পিছন থেকে আঘাত করে ঘাতক বাইকটি।
বয়স্ক ব্যক্তি রাস্তার ধার দিয়ে হাঁট ছিলেন। বয়স্ক ব্যক্তির পরিচয় জানা যাইনি। ঘটনার সূত্রপাত, একটি বাইক দ্রুত গতিতে বুড়িখালীর দিক থেকে বাউড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিল। বয়স্ক ব্যক্তিও বুড়িখালী থেকে পায়ে হেঁটে বুড়িখালী থেকে বাউড়িয়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। বাইকের ধাক্কায় ব্যক্তিটি মুখ ঠুকে পড়ে যায় রাস্তায় ও আহত হন।
ক্ষিপ্ত জনতা বাইকে থাকা দুই ব্যক্তিকে আটক করে। বাইক টিকে ক্ষিপ্ত জনতা রাস্তার একটি ডোবায় ফেলে দেয়। সূত্রের খবর অনুযায়ী, বাইক চালকরা নাবালক ছিল। আহত ব্যক্তিকে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে বাউড়িয়া থানার আধিকারীক সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ওই দুই বাইক চালককে আটক করে ও বাইক টিকে ডোবা থেকে তুলে থানায় নিয়ে যায়।


No comments:
Post a Comment