Breaking

Thursday, March 16, 2023

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর! আহত আরও এক!

নিজস্ব প্রতিনিধি :- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর, আহত হয়েছেন আরো এক। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে, বুধবার বিকেলে মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর এলাকায়। মৃতরা হল নাদিম আক্তার বয়স (১৬) বছর ও মোসাব্বর শেখ বয়স (১৯) বছর এবং আহত হলেন নিজানুর শেখ বয়স (১৬) বছর। তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরের চাষপাড়া এলাকায়। 

মৃত বাইক আরোহী নাদিম আক্তার এবারে সুজাপুর হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। অন্যদিকে আহত নেজানুর শেখ সেও সুজাপুর হাই মাদ্রাসা থেকে এবারে মাধ্যমিক দিয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মোটরবাইকে করে তিন বন্ধু মিলে বাড়ি থেকে ঘুরতে বেরিয়েছিল কালিয়াচকের উদ্দেশ্যে। যাওয়ার পথেই কালিয়াচকের জালালপুর এলাকায় সজোরে একটি লরি পেছন দিক থেকে বাইকটি ধাক্কা মারে বলে জানা যায়। 

এই ঘটনায় তিনজন আহত হন। তড়িঘড়ি তিনজনকেই উদ্ধার করে স্থানীয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জরুরি বিভাগেই কর্মরত চিকিৎসকেরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে।

No comments:

Post a Comment

Adbox