Breaking

Sunday, February 5, 2023

ডিওয়াইএফআই এর উদ্যোগে রক্তদান শিবির বাউড়িয়ায়

 
ওয়েব ডেস্ক :- ৫ ফেব্রুয়ারী, রবিবার, গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার পাঁচ লাইন ইয়ং ষ্টার ক্লাবের সামনে ২৬ তম রক্তদান শিবির করলো ডিওয়াইএফআই বাউড়িয়া ইউনিট। উলুবেড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রয়াত কমরেড সনৎ রায় এর স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।  

এদিনের এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলার ডিওয়াইএফআই এর সম্পাদক সরোজ দাস। উপস্থিত ছিলেন হাওড়া জেলার সিপিআইএম পার্টির সম্পাদক দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নবীন ঘোষ। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সাবিরউদ্দীন মোল্লা। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়িতা সাঁতরা (মান্না) ও সিপিআইএম নেতা তারক দাস সহ অন্যান্য সদস্যগণ ও ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। উলুবেড়িয়া হাসপাতাল এবং সঞ্জীবন হাসপাতাল এর সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়িতা সাঁতরা (মান্না) বলেন, স্বতঃস্ফূর্তভাবে মহিলারা এই রক্তদানে অংশগ্রহণ করেছেন। এখানে মহিলা বা পুরুষ বলে না, সকলেই এগিয়ে এসেছেন। ১০ নম্বর ওয়ার্ডের নাগরিকদের পৌরমাতা বার্তা দেন, ওনারা না থাকলে এই ২৬ তম রক্তদান শিবির করা সম্ভব হতো না। ওনাদের সাহায্য নিয়েই এই কর্মসূচি সাফল্যের সাথে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। এদিন প্রায় ১৫০ জন স্বেচ্ছায় রক্তদান করবেন বলে জানান পৌরমাতা। 

সিপিআইএম নেতা তারক দাস বলেন, এই এলাকার গরিব, খেটে খাওয়া, মেহনতি ও শ্রমজীবি মানুষের সাহায্য ও সহযোগিতা নিয়েই এই উদ্যোগ আমাদের বছরের পর বছর সফল হয়েছে। আমাদের একরাশ নেতৃত্ব ও কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে গরিব পরিবার থেকে ১০ টাকা, ২০ টাকা ও ৫০ টাকা সংগ্রহের মধ্যে দিয়ে ও বিভিন্ন সামগ্রী দিয়ে এই রক্তদান কর্মসূচি সফল করা সম্ভব হয়েছে। আমি সমস্ত মানুষ ও খেটে খাওয়া গরিব মানুষদের অভিনন্দন জানাচ্ছি DYFI এর পক্ষ থেকে। যে ভাবে ২৬ বছর ধরে সহযোগিতা করেছেন। আশা করছি আগামী দিনেও নিরন্তন ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমরা এই কর্মসূচি চালিয়ে যেতে পারবো।

No comments:

Post a Comment

Adbox