স্পোর্টস ডেস্ক, আমার কলম :- তিনি তার শেষটা ভালোভাবেই করতে চান, কারণ কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আর তাই আর্জেন্টিনা তারকা ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির তার ফুটবল ক্যারিয়ারের শেষটা ভালো করেই করতে চাইছেন। আর্জেন্টিনা, কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে।
আর কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মেসির ঘোষণা, এটাই তার শেষ বিশ্বকাপ। আর্জেন্টিনা সংবাদমাধ্যমকে মেসি জানিয়েছেন, এই বিশ্বকাপ ফাইনালই তাঁর শেষ বিশ্বকাপ ম্যাচ হতে চলেছে। মেসি বলেন, 'এটাই আমার শেষ বিশ্বকাপ। পরের বিশ্বকাপের মাঝে অনেক বছর রয়েছে। আমার মনে হয় না তখন আমি খেলতে পারবো। এখন চাইছি, সেরা মুহূর্ত দিয়ে বিশ্বকাপ শেষ করতে।'
ফুটবলের রাজপুত্রের কথায় এটা বেশ স্পষ্ট, মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ হতে চলেছে কাতার বিশ্বকাপের ফাইনাল। এদিন মেসির গলায় প্রশংসা শোনা যায়, দলের কোচিং স্টাফদের নিয়ে। মেসি বলেন, আমাদের দারুন কোচিং স্টাফ, যাঁদের প্রতি ম্যাচে গেম রিডিং দারুন।
No comments:
Post a Comment