Breaking

Wednesday, December 14, 2022

FIFA World Cup Qatar 2022 : ক্রোয়েশিয়াকে হারিয়ে অনায়াস জয় আর্জেন্টিনার! কাতার বিশ্বকাপের ফাইনালে মেসিরা!

স্পোর্টস ডেস্ক, আমার কলম :- আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ক্রোয়েশিয়াকে হারিয়ে। প্রথম সেমি-ফাইনালে আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে গেলো। 

আর্জেন্টিনার হয়ে ম্যাচের ৩৪ মিনিটের মাথায় প্রথম গোল পেনাল্টি থেকে করলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বাকি দু'টি গোল করেন জুলিয়ান আলভারেস। তিনি ম্যাচের ৩৯ মিনিটের মাথায় ও ৬৯ মিনিটের মাথায় গোল দুটি করেন। 

কাতার বিশ্বকাপের মঞ্চে ফের নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করলেন ফুটবলের রাজপুত্র, LM10 (লিওনেল মেসি)। তাঁকে রুখতে গতবারের ফাইনালিস্টরা আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে ডুবল। তাই ভাল ফুটবল খেলেও আরেক LM10 (লুকা মদ্রিচ) এর স্বপ্ন শেষ হলো। 

No comments:

Post a Comment

Adbox