আর আজ ওনার মৃত্যু বার্ষিকীর দিনে এই শিশু উদ্যানে 'হায়দার আজিজ সফি 'র আবক্ষ মূর্তির শুভ উদ্বোধন করা হয়। এই আবক্ষ মূর্তির শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। এদিন রাজ্যের মন্ত্রী পুলক রায় হায়দার আজিজ সফির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুভ উদ্বোধন সম্পন্ন করেন।
পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার স্বপ্না সেন, রীতা ব্যানার্জী, মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), অসিরঞ্জন অধিকারী, ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা সমগ্র অনুষ্ঠানের আয়োজক বেনু কুমার সেন। উপস্থিত ছিলেন প্রয়াত বিধায়ক হায়দার আজিজ সফির স্ত্রী। উপস্থিত ছিলেন ওনার পুত্র হামিদ আজিজ সফি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং ব্যাক্তিবর্গরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা হায়দার আজিজ সফির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন এলাকার সাধারণ মানুষের জন্য একটি প্রীতি ভোজেরও আয়োজন করা হয়।
No comments:
Post a Comment