Breaking

Tuesday, December 13, 2022

বামেদের পৌরসভা অভিযান

ওয়েব ডেস্ক :- রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে কয়েক মাস পরেই। আর তার আগে নিজেদের বিভিন্ন কর্মসূচি নিয়ে পথে নামছে শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল। আর তারই অঙ্গ হিসাবে ১২ ই ডিসেম্বর, সোমবার, গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভা অভিযান করে বাম নেতা ও কর্মীরা। 

প্রতিটি ওয়ার্ডে সব গরীব মানুষকে ঘর দিতে হবে। সব রাস্তায় এবং বাড়িতে জলের পাইপ লাইন সম্প্রসারণের কাজ শেষ করতে হবে। সহজে মিউটেশন করার ব্যাবস্থা করতে হবে। নতুন করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতা চালু করতে হবে। পৌর নাগরিকদের নিয়ে বেনিফিসারী কমিটি করে পৌর এলাকার কাজ করানোর দাবি সহ ১৫ দফা দাবিতে সোমবার উলুবেড়িয়া পৌরসভা অভিযান করে সিপিআইএম নেতা ও কর্মীরা। 

সোমবার গরুহাটা থেকে মিছিল করে উলুবেড়িয়া পৌরসভার সামনে আসেন বাম নেতা কর্মীরা। বাম নেতৃত্বরা একটি সভাও করেন উলুবেড়িয়া পৌরসভার সামনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য, হাওড়া জেলা কমিটির সম্পাদক দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।

No comments:

Post a Comment

Adbox