স্পোর্টস ডেস্ক, আমার কলম :- কাতার বিশ্বকাপে তৈরি হলো নতুন ইতিহাস। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল প্রথমবার সুইজারল্যান্ডকে হারাল। আর ব্রাজিল সেটা করে দেখালো দলের সেরা স্ট্রাইকার নেইমার না থাকতেই। ব্রাজিল, সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়ে নকআউটের টিকিট পাকা করে ফেলল। সাম্বার দেশ কাতার বিশ্বকাপে পেলো দ্বিতীয় জয়।
এই কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল ও সুইজারল্যান্ড মোট ২ বার মুখোমুখি হয়েছিল ফুটবলের বিশ্বযুদ্ধে। প্রথম ১৯৫০ সালের ফুটবল বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সুইজারল্যান্ড। এই ম্যাচের ফলাফল ছিল ২-২। তারপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় দুই দেশ। সেই ম্যাচের ফলাফল ছিল ১-১। দুবারই ম্যাচের ফলাফল ড্র। কোনো দলই একে অপরের বিরুদ্ধে জয় পায়নি এর আগে বিশ্বকাপের মহারণে।
কিন্তু কাতারের দোহায় ব্রাজিল গড়লো নতুন ইতিহাস। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হারালো সুইজারল্যান্ড। ব্রাজিল সমর্থকরা মুষড়ে পড়েছিল ম্যাচের ৬৩ মিনিটে মাথায় ভিনিসিয়াসের গোল ভিএআরে অফসাইড ঘোষণা করতে। কিন্তু তারপর ম্যাচের ৮৩ মিনিটের মাথায় সব হিসেব বদলে যায় ক্যাসিমিরোর দুরন্ত একটি শটে।


No comments:
Post a Comment