ওয়েব ডেস্ক :- ১৬ নম্বর জাতীয় সড়কের মনসাতলায় আবারও পথ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এদিন সকালে উলুবেড়িয়ার একটি গাড়ি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের একটি লাইট পোস্টে ধাক্কা মারে বলে স্থানীয় সূত্রের খবর।
এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় ওই গাড়িতে থাকা ছাত্র-ছাত্রীরা এবং গাড়ির চালক। দুর্ঘটনার পরেই উদ্ধার কাজে হাত দেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
দুর্ঘটনায় আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কেনো বারবার ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটছে দুর্ঘটনা, সেই নিয়েই উঠছে প্রশ্ন?


No comments:
Post a Comment