Breaking

Sunday, November 27, 2022

FIFA World Cup Qatar 2022 : কাতার বিশ্বকাপে প্রথম মেসি ম্যাজিক! আর্জেন্টিনার অনায়াস জয় মেক্সিকোর বিরুদ্ধে!

স্পোর্টস ডেস্ক, আমার কলম :- কাতার বিশ্বকাপে অবশেষে জয় এলো আর্জেন্টিনার ঘরে। মেসিরা, সৌদি আরবের কাছে হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরলো। শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা, মেক্সিকোকে হারাল ২-০ ব্যবধানে। ম্যাচের দ্বিতীয়ার্ধে দু'টি গোল করে আর্জেন্টিনা। 

প্রথম গোলটি করেন লিয়োনেল মেসি ম্যাচের ৬৪ মিনিটের মাথায়। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেজ ৮৭ মিনিটের মাথায়। আর্জেন্টিনার করা দু'টি গোলই দেখার মতো। আর্জেন্টিনার গ্রুপ 'সি'-তে দুই ম্যাচে তিন পয়েন্ট হল। 

এখন মেসিদের শেষ ষোলোতে যাওয়াই একমাত্র লক্ষ্য। আর তার জন্য আর্জেন্টিনার পরের ম্যাচে পোল্যান্ডকে অবশ্যই হারাতে হবে। লিওনেল মেসি এই ম্যাচে কাতার বিশ্বকাপের দ্বিতীয় গোলটি করেন। আর এই গোলের সাথেই মেসি ছুঁয়ে ফেলেন দিয়েগো মারাদোনা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড। 

বিশ্বকাপে মারাদোনা ও রোনাল্ডো প্রত্যেকেই গোল করেছেন ৮ টি। আর এই ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে গোল করে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন লিওনেল মেসি। মেসিরও এখনও পর্যন্ত বিশ্বকাপে গোল সংখ্যা ৮ টি। আর্জেন্টিনার পরের ম্যাচ পোল্যান্ডের সাথে। আর এই ম্যাচে মেসি খেললে ভাঙবেন দিয়েগো মারাদোনার আরও একটি রেকর্ড। 

এখনও পর্যন্ত বিশ্বকাপে, আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন দিয়েগো মারাদোনা (২১ টি ম্যাচ, চারটি বিশ্বকাপ খেলে)। আর পোল্যান্ডের সাথে খেলতে নামলে মেসির বিশ্বকাপে খেলা ম্যাচের সংখ্যা হবে ২২ টি। মেসির কাছে এখন রেকর্ডের হাতছানি।

No comments:

Post a Comment

Adbox