ওয়েব ডেস্ক :- নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেন।
সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড পৌঁছান নবান্নে। ঘণ্টাখানেকের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান। আর নবান্নে এই বৈঠক নিয়ে বাংলার রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।
তবে এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, লোকসভার আসন্ন শীতকালীন অধিবেশনের জন্য দলের রণকৌশল তৈরি করতে এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও বোধহয় তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।


No comments:
Post a Comment