ওয়েব ডেস্ক :- আবারও রাজ্যে সবুজ ঝড়! নির্বাচনে প্রথম স্থান দখল করেছে তৃণমূল কংগ্রেস! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্রথম স্থান দখল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার এই নির্বাচন হয়।
অন্যদিকে কার্যত বলা চলে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। মোট ১২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ৭ টি আসনে। সিপিআইএম দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপিকে হারিয়ে। সিপিআইএম ৪ টি আসনে জয় পেয়েছে।
এই নির্বাচনে গেরুয়া শিবির তৃতীয় স্থানে রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দল মাত্র ১ টি আসন পেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুটি আসনে টসে জিতেছে।


No comments:
Post a Comment