নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় গত মাসে এক মহিলার মৃত্যু হয় বিদ্যুৎপৃষ্ট হয়ে। এই ঘটনাটি ঘটে ছিল উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ডে। আর মঙ্গলবার এই মৃত মহিলার পরিবারের পাশে দাঁড়ালো উলুবেড়িয়া পৌরসভা।
মঙ্গলবার রাজ্য সরকারের দেওয়া ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য মৃত মহিলার পরিবারের হাতে তুলে দেওয়া হয় উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে। উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস আর্থিক সাহায্য বাবদ চেক তুলে দেন পরিবারের হতে।
এছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান ও উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার তথা ৩২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আকবর শেখ সহ অন্যান্যরা। মৃতার পরিবার এই আর্থিক সাহায্য পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি।
No comments:
Post a Comment