নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া, আমার কলম :- রক্তের ঘাটতি মেটাতে প্রয়াসী হলো মিলনতীর্থ ক্লাব এর সদস্যরা। বুধবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার শ্যামসুন্দর চকে মিলনতীর্থ ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।
আর এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীণা প্রামাণিক। জানা গিয়েছে, এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি এদিন এলাকার সাফাই কর্মীদের সম্বর্ধনা দেন উদ্যোক্তারা।
উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীণা প্রামাণিক নিজে হাতে সম্বর্ধনা দেন সাফাই কর্মীদের। এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি এলাকার বাসিন্দারা।
No comments:
Post a Comment