Wednesday, August 3, 2022

রাজ্য মন্ত্রীসভায় ৮ জন নতুন মন্ত্রী শপথ নিলেন

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- নির্দিষ্ট সময়েই রাজভবনে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাজ্যের মন্ত্রীসভার রদবদলের পর নতুন ৮ জন মন্ত্রী শপথ নিলেন। তাঁদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লা গণেশন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে শপথ নেন নতুন মন্ত্রীরা। একগুচ্ছ নতুন মুখ জায়গা পেল মন্ত্রীসভায়। পূর্ণমন্ত্রী হিসেবে এদিন শপথ নিলেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার ও উদয়ন গুহ। 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিপ্লব রায় চৌধুরী ও বীরবাহা হাঁসদা। এছাড়াও এদিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ।

No comments:

Post a Comment

Adbox