Breaking

Sunday, July 17, 2022

সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু !

ডেস্ক রিপোর্ট :- ফাইনালে ২১-৯, ১১-২১, ২১-১৫ ব্যবধানে তিনি হারালেন চিনের ওয়াং ঝি ই-কে। সৈয়দ মোদী আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সুইস ওপেনের পর ২০২২ সালের তৃতীয় খেতাব জিতলেন সিন্ধু। 

প্রথম বার জিতলেন সিঙ্গাপুর ওপেন। ভারতের দু’বারের অলিম্পিক্স পদকজয়ী শাটলারকে ফাইনালে তেমন কঠিন লড়াইয়ের সামনে ফেলতে পারেননি ওয়াং। 

প্রথম গেম সহজেই ২১-৯ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় গেমে অবশ্য হারতে হয় সিন্ধুকে। প্রথম গেমে এক সময় ১৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু। 

সেই অবস্থায় ওয়াং লড়াইয়ে ফেরার চেষ্টা করে। ফলে সহজেই গেম জিতে নেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়।

No comments:

Post a Comment

Adbox