Breaking

Tuesday, July 19, 2022

বর্ষার শুরুতেই উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কমিটির উদ্যোগে সাফাই অভিযান!

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বর্ষার আগে থেকেই উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে সমস্ত ওয়ার্ডের রাস্তার পাশে গজিয়ে ওঠা আগাছা এবং নালা নর্দমা পরিষ্কারের কাজ চলছে। বর্ষায় উলুবেড়িয়া পৌর বাসীর সমস্যা দূরীকরণের জন্যই এই উদ্যোগ। 

আর আজ, মঙ্গলবার, উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ড এর বুড়িখালীতে পৌরমাতা বীণা প্রামাণিক এর কাউন্সিলর কমিটির পক্ষ থেকে বিভিন্ন রাস্তার ধারে গজিয়ে ওঠা বন পরিষ্কারের কাজ করা হয়। 

আর সেই কাজের তদারকিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৌশিক দাস সহ অন্যান্যরা। এলাকায় এই সাফাই অভিযান হওয়ায় ৮ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা স্বাভাবিক ভাবেই খুব খুশি। 

No comments:

Post a Comment

Adbox