Breaking

Tuesday, July 26, 2022

যাযাবর শিশুদের জন্মদিন পাঠশালা একান্ত আপনে

ডেস্ক রিপোর্ট :- এ যেন এক স্বপ্ন যারা একদিন ভিক্ষা করতো, আজ তারা সিভিল আর্মি, গড়বেতা ও বিষ্ণুপুর আমরা করবো জয় এর পাঠশালা একান্ত আপন-এ পড়াশোনা ও খেলাধুলা করে,আনন্দ ও মজা করে। পাই অনেকের ভালোবাসা। ওদের আর কেউ দূরছাই করে না, আদরকরে অনেকে বুকে জড়িয়ে ধরে।।

পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১ নম্বর ব্লকের যা যাবার কলনিতে যাযাবর সম্প্রদায়ের শিশুদের জন্মদিন পালন করা হলো কেক কেটে। সোমবার গরবেতা এক নম্বর ব্লকের ব্লক অফিসের পিছনে গনগনি মৌজায় যাযাবর কলোনিতে রীতিমতো ঘটা করে চারজন যাযাবর শিশুর জন্মদিন পালন করা হয় 'সিভিল আর্মি' ও 'আমরা করব জয়'নামক দুটি সংস্থা সমাজ সেবামুলক সংস্থার উদ্যোগে প্রভু, আজুবা, জ্যোৎস্না ও হৃদয় এই চার শিশুর জন্ম দিন ছিল এদিন। 

তারা একসঙ্গে ফুলের ডালি নিয়ে কেক কাটে। শুধু এই সমাজ সেবামূলক সংস্থা যে জন্মদিন পালন করে যাযাবর শিশুদের তাই নয়। তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে একান্ত আপন বলে একটি পাঠশালা শুরু করেছে। সেখানে যথারীতি তাদের পড়াশোনা ব্যবস্থা করা হয়। সিভিল আর্মির এক সদস্য শ্যামল সাহা জানান।

No comments:

Post a Comment

Adbox