ডেস্ক রিপোর্ট, আমার কলম :- আজ সারা দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রার পবিত্র দিনেই গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার "যুবগোষ্ঠী" ক্লাব নিজেদের দুর্গাপুজোর খুঁটি পুজো সারলো।
এদিন সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সদস্যদের ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে খুঁটি পুজো সারলো এই ক্লাব। এবছর এই ক্লাবের মণ্ডপ ভাবনা হলো "ইসকন মন্দির"।
আর এদিন "যুবগোষ্ঠী" এর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন সাপুই। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব-কংগ্রেসের সভাপতি আকাশ রজক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা।
No comments:
Post a Comment