Breaking

Sunday, July 3, 2022

উলুবেড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- কিছু দিন আগেই রাজ্যের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আর রবিবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা করা হয়। 

মূলত ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) এর বাউড়িয়া ইউনিট কমিটির উদ্যোগে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠান থেকে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের সংবর্ধনা করা হয় এবং তাদের আগামী দিনের জন্যও শুভকামনা জানানো হয়। 

আর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়িতা সাঁতরা। উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের অন্যতম বাম নেতা তারকনাথ দাস। 
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সাবিরুদ্দিন মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। এদিন ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পর সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। 

No comments:

Post a Comment

Adbox