ডেস্ক রিপোর্ট :- ছিনতায়ে বাঁধা দিতে গেলে দুষ্কৃতীর হাতে আক্রান্ত এক সিকিউরিটি গার্ড। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রে বহরমপুর থানার কৃষ্ণমাটি এলাকায়। আহত সিকিউরিটি গার্ডের নাম অমিত রজক।
আহত অমিত রজক জানিয়েছেন, তিনি বহরমপুরের একটি বেসরকারি শপিংমলে সিকিউরিটি গার্ডের কাজ করেন। সোমবার রাত্রে ডিউটি সেরে কৃষ্ণমাটি এলাকায় শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করে নিজের স্ত্রীকে নিয়ে ওই এলাকায় নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতি তাকে রাস্তার মধ্যে আটকে ছিনতায়ের চেষ্টা করে।
দুষ্কৃতীদের বাধা দিলে তারা অমিত বাবুকে বেধড়ক মারধর করে। দুষ্কৃতীদের তারা করলে তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। দুষ্কৃতিরদের মারে আক্রান্ত হন অমিত রজক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বহরমপুর থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।


No comments:
Post a Comment