Breaking

Wednesday, July 13, 2022

স্টেশনে বৃদ্ধা মা-কে বসিয়ে ছেলে চম্পট দিল

ডেস্ক রিপোর্ট :- আবারও এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো রাজ্য। বৃদ্ধা মা-কে স্টেশনের প্ল্যাটফর্মে বসিয়ে রেখে চলে গেলো ছেলে। 

ছেলে তার মা-কে আসছি বলে হাবড়া স্টেশনে বসিয়ে রেখে চলে গেল। আর বৃদ্ধা মা তার ছেলের প্রতীক্ষায় বসে রইলেন ঘণ্টার পর ঘণ্টা। 

অনেকক্ষণ বৃদ্ধাকে একা প্ল্যাটফর্মে বসে থাকতে দেখে বৃদ্ধার সঙ্গে কথা বলেন সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা। আর কথা বলে তারা জানতে পারেন বৃদ্ধার বাড়ি হল বেহালার ঠাকুর পুকুরে। 

এরপরে ওই বৃদ্ধার সাথে কথা বলেন, হাবড়ার পুর-প্রধান নারায়ণ সাহা। তিনি হাবড়া পুরসভার ভবঘুরেদের আশ্রয়স্থলে নিয়ে যান ওই বৃদ্ধাকে। পাশাপাশি যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তাঁর বাড়ির সদস্যদের সাথে।

No comments:

Post a Comment

Adbox