Breaking

Friday, July 1, 2022

নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে রথযাত্রা

ডেস্ক রিপোর্ট :- আজ রথের দিনই দুর্গা প্রতিমার কাঠামো পুজোর রীতি রয়েছে শোভাবাজার রাজবাড়িতে। রীতি অনুযায়ী আজ দুর্গা প্রতিমার মূল কাঠামোকে পুজো করা হল দেবীজ্ঞানে। একইসঙ্গে জগন্নাথ দেবও পুজিত হলেন। 

অন্যদিকে তারাপীঠে, তারা মায়ের বিগ্রহকে শুধুমাত্র রথের দিনই গর্ভগৃহের বাইরে আনা হয়। তারপর রথে সেই বিগ্রহকে বসিয়ে তারাপীঠ প্রদক্ষিণ করা হয়। 

এই রীতি পালন করা যায়নি গত দু'বছর কোভিডের কারণে। এই রীতি আজ দুপুরে ঘটা করেই পালন করা হচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox