Breaking

Saturday, June 4, 2022

মাধ্যমিকে ফেল করার কারণে আত্মঘাতী স্কুল ছাত্রী

ওয়েব ডেস্ক :- বীরভূমের লাভপুরের চৌহাট্টা উচ্চ বিদ্যালয় এক ছাত্রীর আত্মহত্যা। গত দু'বছর পর লিখিত ভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে গতকাল ফল প্রকাশ হয়েছে। 

গতকাল রাত্রে লাভপুরের চোহাট্টা ভগবতীপুর গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা বাগদি (বয়স ১৫)। পরীক্ষায় পাশ না করতে পেরে আত্মহত্যা করলো ছাত্রী। 

পরিবার সূত্রে জানা যায়, কাল মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল তারপর ছাত্রীর বন্ধুরা পাস করেছিল কিন্তু এই ছাত্রী পাশ করতে পারেনি। মন খারাপ হয়েছিল ছাত্রীদের, পরিবারের লোক বোঝাই পরেরবার পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু গতকাল সন্ধ্যা ৭ টা নাগাদ ছাত্রী ঘরের সদ্দলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। 

ওড়নাই ফাঁস লাগিয়ে ঘরে ঝুলছিল ছাত্রী। ঘটনার খবর পেয়ে পৌঁছায় লাভপুর থানার পুলিশ। মৃতদেহ টি উদ্ধার করে বোলপুর মহকুমার হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

No comments:

Post a Comment

Adbox