Breaking

Wednesday, June 29, 2022

পানিহাটিতে জয়ী হয়েছেন অনুপমের স্ত্রী মীনাক্ষি

ডেস্ক রিপোর্ট :- নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষি দত্ত, পানিহাটির ৮ নম্বরও ওয়ার্ডে জয়ী হয়েছেন। 

তিনি উপ-নির্বাচনে ২,২৭৪ ভোটে জয়ী হয়েছেন। তিনি এই জয়ের পর জানালেন, 'সাধারণ মানুষ পাশে ছিলেন। সাধারণ মানুষের পাশে থাকব আমি। এটা অনুপমের জয়। ওর দেখানো পথে এগিয়ে যাব।' 

No comments:

Post a Comment

Adbox