প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছে হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুর, খলিশানি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। আর ওই দুই এলাকার মানুষের পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানের জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত দপ্তর। জানা গেছে, এই দুই পঞ্চায়েত এলাকায় দ্রুত বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে চায় সংশ্লিষ্ট দপ্তর।
আর সেই কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেই লক্ষেই আজ সোমবার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সভাগৃহে অনুষ্ঠিত হলো এক প্রশাসনিক বৈঠক। সূত্রের খবর, এদিনের এই বৈঠক থেকে আগামী এক বছরের মধ্যে এই দুই অঞ্চলে পরিশুদ্ধ পানীয় জল যাতে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়েই আলোচনা হয় বলে খবর।
এদিকে রঘুদেবপুর অঞ্চলে অনুষ্ঠিত এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু। পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান।
উলুবেড়িয়া পৌরসভার জল দপ্তরের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান শেখ আকবর ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার অরিন্দম মজুমদার, রঘুদেবপুর পঞ্চায়েতের প্রধান তিথি দোলুই, উপ প্রধান শেখ জুবের আলম সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জী, পল্লব গাঙ্গুলী, রমেশ মন্ডল সহ রঘুদেবপুর পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও সদস্যাগণ।
এদিকে এদিনের এই সমগ্র প্রশাসনিক বৈঠকটি পরিচালনা করেন রঘুদেবপুর পঞ্চায়েতের উপ প্রধান শেখ জুবের আলম।


No comments:
Post a Comment