প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- আজ, সোমবার, ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী। আর এই বিশেষ দিনে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ঘাটতি মেটাতে উদ্যোগী হল গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার "নর্থমিল অরুণোদয় ক্লাব"।
এই ক্লাবের পরিচালনায় পবিত্র ঈদের দিন থেকে শুরু হয়েছে "লোকসংস্কৃতি ও সম্প্রীতি মেলা"। আর এই মেলার অংশ হিসেবেই এই ক্লাবের কর্তৃপক্ষরা আজ তাদের বাৎসরিক রক্তদান কর্মসূচিটি সম্পন্ন করল।
"পিপলস ব্লাড সেন্টার" এর সহযোগিতায় এবং বাউড়িয়ার "নর্থমিল অরুণোদয় ক্লাব" এর ব্যবস্থাপনায় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি আয়োজিত হয়।
এই রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।
আর এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শেখ মোহাম্মদ নাসিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। এই ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক মিলন খান বলেন, আমরা প্রত্যেক বছরেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এবছর আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি।
No comments:
Post a Comment