Breaking

Thursday, May 5, 2022

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- আজ, বৃহস্পতিবার তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের প্রথম বর্ষপূর্তি। আর এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করেন। 

এরপর রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে। তারপর সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো যান ইএম বাইপাসে তৃণমূল কংগ্রেসের নতুন ভবনে। 

এই প্রথমবার রাজ্য কমিটির বৈঠক হয় নতুন অস্থায়ী পার্টি অফিসে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন পরের বছরেই। তাই তার আগে এই বৈঠক থেকেই সম্ভবত সাংগঠনিক সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস। 

আর এদিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি পোস্টে বাংলার মানুষদের ধন্যবাদ জানিয়েছেন। 

তিনি পোস্টে লেখেন, 'আজ, একটি খুব বিশেষ দিন এবং আমি এই দিনটি উৎসর্গ করলাম মা মাটি মানুষ কে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপর বিশ্বাস রেখে আপনাদের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য বাংলার মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

তিনি আরও লেখেন, 'বাংলার নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এই সুযোগ গ্রহণ করি। ওরাই আমাদের লক্ষ্মী - ওদের ছাড়া স্কুল, হাসপাতাল, বাড়িঘর চলত না। বাংলার মহিলারা নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছেন এবং আমি খুব আনন্দিত যে আমাদের সমাজ এত প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক।' 

এই পোস্টের মাধ্যমে তিনি জানান, 'বাংলা জুড়ে লক্ষ্মীর ভান্ডার যোজনায় ইতিমধ্যেই লাভবান হয়েছেন ১.৫৩ কোটিরও বেশি মহিলা। আজ আমিও রাজ্য জুড়ে ২০ লক্ষ মহিলাকে প্রকল্প বিতরণ করলাম। অনুষ্ঠানের কিছু ঝলক শেয়ার করছি...'। 

No comments:

Post a Comment

Adbox