Breaking

Wednesday, May 4, 2022

"পবিত্র ঈদ" উপলক্ষ্যে গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ষষ্ঠীতলা "নজরুল স্মৃতি সংঘ"- এর পরিচালনায় অনুষ্ঠিত হল কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার সারা দেশের পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে পালিত হয় খুশির ঈদ উৎসব। আর সেই খুশির ঈদের দিন এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দিলো গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ষষ্ঠীতলা "নজরুল স্মৃতি সংঘ"। মঙ্গলবার তাদের উদ্যোগে সংঘের সামনের মাঠে অনুষ্ঠিত হয় এই সম্বর্ধনা অনুষ্ঠান।

আর এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস, উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীনা প্রামানিক, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তথা নজরুল স্মৃতি সংঘের সম্পাদক শেখ জুবের আলম, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্যতম সঞ্চালক পলাশ দাস, নজরুল সংঘের সভাপতি সরাফত মোল্লা।

পাশাপাশি উপস্থিত ছিলেন ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জী, পল্লব গাঙ্গুলী, রমেশ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মঙ্গলবার এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। 

এদিকে সম্বর্ধনা অনুষ্ঠানের পরে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতা। যেখানে অংশ গ্রহন করেন এলাকার ছাত্র ছাত্রীরা। এদিকে আগামী দিনে এলাকার ছাত্র ছাত্রীদের পড়াশোনা সহ নানা সামাজিক দিকের দিকে ষষ্ঠীতলা নজরুল স্মৃতি সংঘ জোর দেবেন বলে জানান ক্লাবের সম্পাদক শেখ জুবের আলম। 

No comments:

Post a Comment

Adbox