ডেস্ক রিপোর্ট :- ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং গত রবিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরেই অর্জুন সিং আবার প্রত্যাবর্তন করলেন তৃণমূল কংগ্রেসে।
তার এই তৃণমূলে ওয়াপসিকে তৃনমূলের নৈতিক জয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বলাই বাহুল্য, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ইয়ুথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলে যোগদান করেছেন এর আগেও।
আর এবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর তৃণমূলে যোগদানের পর তৃণমূল কংগ্রেস প্রথম জনসভা করতে চলেছে আগামী ৩০ মে, সোমবার। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শ্যামনগরে এই জনসভাটি অনুষ্ঠিত হবে।
আর এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলার ইয়ুথ আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং এর তৃণমূলে যোগদানের পর ব্যারাকপুরে প্রথম জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের চোখ থাকবে এই জনসভার দিকে।
No comments:
Post a Comment