প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- দেশ জুড়ে দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। এর ফলে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের পকেটে টান পড়ছে।
আর তাই রবিবার বিকালে বাউড়িয়ার কাজিরচড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত করলো উলুবেড়িয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বীনা প্রামানিক। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৌশিক দাস সহ এলাকার অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা।
রবিবারের প্রতিবাদ সভা থেকে উলুবেড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান কৌশিক দাস বলেন, তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ফলেই এই পেট্রোল, ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার।
পাশাপাশি তিনি আরও বলেন, রান্নার গ্যাসের দাম কেন্দ্র কমিয়েছে কেবল উজ্জ্বলা যোজনায়। কিন্তু সাধারণ মানুষের ব্যাবহার যোগ্য রান্নার গ্যাসের দাম এখনও কমায়নি কেন্দ্রীয় সরকার।
এছাড়াও মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও সরব হয় তৃণমূলের নেতৃত্বরা। পাশাপাশি এদিনের এই প্রতিবাদ কর্মসূচি থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদেও সরব হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত না কমানো হলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আরো বড়ো আন্দোলনে সামিল হওয়ার ডাক দেন।
No comments:
Post a Comment