ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বুধবার, আইপিএলে গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত।
প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান স্কোর বোর্ডে তোলে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৫ উইকেটে জিতে নেয়।
এই ম্যাচে দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। তিনি ৩৮ বলে ৬৮ রান করেন। অভিষেক শর্মা ৪২ বলে ৬৫ রান করেন এবং এইডেন মার্করাম ৪০ বলে ৫৬ রান করেন।
শেষের দিকে গুজরাত এর হাত থেকে ম্যাচ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান এর ব্যাটে ভর করে অবশেষে জয় ছিনিয়ে নেয় গুজরাত।
রাহুল ২১ বলে অপরাজিত ৪০ রানের একটি ইনিংস খেলেন। রশিদ খান ম্যাচের শেষে বলে ছক্কা হাকিয়ে জয় আনেন দলের জন্য। রশিদ মাত্র ১১ বল খেলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলেন।
No comments:
Post a Comment