প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- বৃহস্পতিবার, আইপিএলের অতি গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই।
প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান স্কোর বোর্ডে তোলে। এই ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেন তিলক বর্মা। তিলক ৪৩ বলে ৫১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। সূর্য কুমার যাদব ২১ বলে ৩২ রানের একটি ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৩ উইকেটে জিতে নেয়। এই ম্যাচে রবিন উথাপ্পা ২৫ বলে ৩০ রান ও আম্বাতি রাইডু ৩৫ বলে ৪০ রান করেন। প্রিটোরিয়াস ১৪ বলে ২২ রানের একটি প্রয়োজনীয় ইনিংস খেলেন।
তারপর মহেন্দ্র সিং ধোনি তার পুরনো ছন্দে ফিনিসারের ভূমিকা পালন করে চেন্নাইকে শেষ পর্যন্ত জয় এনে দেয়। ধোনি ম্যাচের শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে দেয়। ধোনি ১৩ বলে ২ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৮ রান করেন। ড্যানিয়েল শামস ৪ টি উইকেট নেয়।
No comments:
Post a Comment